কুমিল্লায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে কুমিল্লার জেলা শিল্পকলা একাডেমির আঙ্গিনায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ম্যুরাল ‘চেতনায় নজরুল’-এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়া নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমী, নজরুল পরিষদ, ঐতিহ্য কুমিল্লা, ধ্বনী আবৃতি চর্চা কেন্দ্র, কুমিল্লা সাংস্কৃতিক জোটসহ কুমিল্লার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা কবি নজরুলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।
এ সময় জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহম্মদ আয়াজ মাহমুদ, কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিনসহ কুমিল্লার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।