কুমিল্লার শাহপুর নূরে সোবাহ মাদ্রাসা ও এতিমখানা থেকে মোঃ ইব্রাহিম নামে ১২ বছরের একটি ছেলে হারানো গিয়েছে।ছেলেকে হারিয়ে তার পিতা মাতা দিশেহারা ইব্রাহিমের সন্ধান চায় তার পরিবার ।
নাম- মোহাম্মদ ইব্রাহিম বয়স ১২।
পিতা-হাবিবুল্লাহ। বড় পুকুর পাড় প্রধানিয়া বাড়ি,গ্রাম-কৈইলাইন থানা-চান্দিনা।
গত ২৭শে মে সোমবার সকাল ১০ টায় শাহপুর নূরে সোবহান মাদ্রাসা ও এতিমখানা থেকে বের হয়ে আর মাদ্রাসায় ফেরেনি এমনকি তার গ্রামের বাড়ি ও যায়নি। যদি কোন যদি কোন ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে শাহপুর নূরে সোবহান মাদ্রাসায় ও এতিমখানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত মোবাইল নাম্বারে ০১৮২৪- ৫৩৫৩৩৫ (দেলোয়ার) ০১৮৭১- ০৭৪৩৩৫ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।