আজ ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ইঞ্জি. সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত দাউদকান্দি-তিতাসের জনগণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কুমিলা-১ আসনে মনোনয়ন পেয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। 
আজ সোমবার (২৭ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আওয়ামী লীগ থেকে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে মনোনীত করায় তৃনমুল নেতাকর্মী ও সাধারণ জনগণ প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এক বিশাল আনন্দ র‍্যালী বের করে।
বিশাল এই আনন্দ র‍্যালীর প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
র‍্যালীটি দাউদকান্দির আওয়ামী লীগের কেন্দ্রীয়  কার্যলয় থেকে শুরু করে দাউদকান্দি বাজার, দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর বাজার, ইলিয়ট গঞ্জ বাজার ও তিতাসের বাতাকান্দি বাজারসহ ১৮ টি প্রতিটি ইউনিয়ন পদক্ষীন করে৷  এই সময় দাউদকান্দি তিতাসের জনসাধারণের মাঝে স্বস্তি দেখা গিয়েছে। ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় জনসাধারণের ইচ্ছের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন দাউদকান্দি তিতাসের আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীরা৷ আনন্দ র‍্যালিতে উপস্থিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয় বলেন, ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দাউদকান্দি-তিতাসের কাঙ্খিত উন্নয়ন হয়নি, সাধারণ মানুষের জীবনযাত্রার প্রত্যাশিত মানোন্নয়ন হয়নি। এসব দিক বিবেচনায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবার একজন সৎ, নির্লোভ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলীকে এই আসনে মনোনয়ন দিয়েছেন, এজন্য বঙ্গবন্ধুকন্যার প্রতি অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দাউদকান্দি তিতাসের মানুষের চাওয়াকে মূল্যায়ন করেছেন। ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতি করা এবং অনেক পেশাজীবি সংগঠন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়েছি৷ আমি শতভাগ আত্মবিশ্বাসী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাউদকান্দি-তিতাসের মানুষ নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিবে৷
আনন্দ র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম কেরামত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক লিটন শওকত, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

দাউদকান্দিতে নান্দনিক স্তম্ভ “আল্লাহ ৯৯ নাম খচিত টাওয়ার” দেখতে দর্শনার্থীদের ভীড়।

"পার্ক বা বিনোদন কেন্দ্র বলতেই দর্শনার্থীদের উপচেপড়া ভীর। শিশু-কিশোর, যুবক-যুবতীসহ নানান বয়সের মানুষের আগমন ও বিচরণ ঘটে সেখানে। দেশের বিভিন্ন...

Read more
স্মার্ট মোবাইলের অপব্যবহার বন্দুক সন্ত্রাসের মতই ভয়াবহ -মতিন সৈকত।

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ সানসাইন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সোমবার(৩০...

Read more
জাসাস দাউদকান্দি শাখার কমিটি গঠিত সাইফুল সভাপতি, জিয়া সম্পাদক, নাজমুল সাংগঠনিক।

বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দাউদকান্দি উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা...

Read more
দাউদকান্দির তিনপাড়া গ্রামে নামাজ পড়ে সাইকেল পেলো ১১ কিশোর।

কুমিল্লার দাউদকান্দিতে মসজিদে গিয়ে ৪১দিন জামায়াতে নামাজ পড়ে বাই সাইকেল পেলো ১১ কিশোর। শুক্রবার(২৭ ডিসেম্বর)বিকালে তিনপাড়া আদর্শ সমাজ কল্যাণ যুব...

Read more
দাউদকান্দিতে যুবকের মরদেহ উদ্ধারের ৬ঘন্টার পর মূল আসামী রনি গ্রেফতার।

কুমিল্লার দাউদকান্দিতে ফেরি করে হালুয়া পরোটা বিক্রেতা শাহাদাৎ হোসেন রনি (৩৮) মরদেহ উদ্ধারের মাত্র ৬ ঘন্টার পর হত্যাকাণ্ডের মূলহোতা রনি...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Scroll to Top