আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়৷
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ৷ আলোচনা সভা শেষে একটি র্যালি নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করেন৷