আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ডা. প্রাণ গোপাল দত্ত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় এটি তাঁর তৃতীয়বারের মতো দলীয় ফরম সংগ্রহ। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ২০১৮ সালে প্রথম বারের মতো দলীয় ফরম সংগ্রহ করলেও ওই নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেননি। পরবর্তীতে ২০২১ সালের ৩০ জুলাই সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে দ্বিতীয় বারের মতো দলীয় ফরম নিয়ে দলের মনোনীত প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
এই আসনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে তিনি বলেন- আমি সাংগঠনিক সকল নিয়ম মেনে নির্বাচনে অংশ গ্রহণ করতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম নিয়েছি। উপ-নির্বাচনে নির্বাচিত হয়ে চান্দিনাবাসীর সেবায় নিয়োজিত ছিলাম এখনও আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নীতি-নির্ধারকবৃন্দ অবশ্যই আমাকে মূল্যায়ণ করবেন বলে দৃঢ় ভাবে বিশ্বাস করি।
এর আগে সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। দিন শেষে ১ হাজার ৬৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। যার মধ্যে অনলাইনে ১৪টি। এতে প্রথম দিনেই ৫ কোটি ৩২ লাখ টাকা দলীয় ফান্ডে জমা হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন- এমপি তনয়া ডা. অনিন্দিতা দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল  মমিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো.  মজিবুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মো. শামীম হোসেন, গল্লাই ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.  ফজলুল করিম দর্জি, মাধাইয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, মাইজখার ইউপি চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রধান, জোয়াগ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, সুহিলপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ  আবু বক্কর সিদ্দিক, বাতাঘাসি ইউপি চেয়ারম্যান এড. সাদেকুর রহমান, কেরনখাল ইউপি চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া , এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, বাড়েরা ইউপি চেয়ারম্যান আহসান হাবীব ভূঁইয়া, বরকইট ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম, নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া , জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহিন ভূঁইয়া প্রমুখ।

আরো পড়ুন

চান্দিনায় মধ্যরাতে দুই অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক!

কুমিল্লার চান্দিনায় মধ্যরাতে পর পর দুই অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মাত্র তিন দিনের ব্যবধানে মধ্যরাতেই আরও এক...

Read more
চান্দিনায় আশা’র সদস্যদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ ও ভ্যাকসিনেশন কর্মসূচি।

কুমিল্লার চান্দিনায় বেসরকারি সংস্থা আশা'র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবর্তী গাভী পালন প্রশিক্ষণ ও গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন কর্মসূচি কার্যক্রম পরিচালনা...

Read more
চান্দিনায় ব্রেড এন্ড বাটার বেকারি উদ্বোধন করলেন নায়ক ওমর সানি।

কুমিল্লার চান্দিনায় ব্রেড এন্ড বাটার বাংলাদেশ নামে একটি বেকারির উদ্বোধন করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) চান্দিনা পশ্চিম বাজার হাজী আলী...

Read more
চান্দিনায় পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী!

কুমিল্লার চান্দিনায় বার্ষিক সমাপনী পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে...

Read more
চান্দিনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গাণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় সকল ধর্ম-বর্ণের নেতাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top