২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে লাকসাম উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় লাকসাম বাইপাস সড়কে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ-সময় একই স্থানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা সুলতানা মুন্নী, পৌরসভার মেয়র উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা যুবলীগ নেতা মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্র লীগের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীর সাহা, শচীন্দ্র কুমার দাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম রাব্বানী কাউন্সিলর, আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকন, পিন্টু সাহা, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, ফেরদৌস আলম লিটন, জাকির হোসেন উথান্ট, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুল আজিজ কাউন্সিলর, প্রচার সম্পাদক আনিছুর রহমান কাঞ্চন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির কামাল, চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, চেয়ারম্যান আবদুর রশীদ সওদাগর, চেয়ারম্যান ওমর ফারুক, ইমাম হোসেন চেয়ারম্যান, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, কাউন্সিলর এডভোকেট মাসুদুর রহমান, কাউন্সিলর মনছুর আহমেদ মুন্সি, কাউন্সিলর দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা মোশাররফ হোসেন মজুমদার, শিহাব খান,সাইফুল ইসলাম, স্বজল, উপজেলা ছাত্র লীগের সভাপতি সালাউদ্দিন সানি, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাইফ খান স্বাধীন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।