সামন্য বৃষ্টিতেই হোমনা সরকারি কলেজ মাঠে হাঁটু পরিমাণ পানি জমে যায়। এ অবস্থায় বৃষ্টি হলেই কলেজের শিক্ষক শিক্ষার্থীদেরকে চরম দুর্ভোগ পেহাতে হয়। ফলে বৃষ্টি হলে কলেজে শিক্ষার্থী উপস্থিতি অনেক কমে যায়।
বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, কলেজ মাঠটি সড়ক থেকে সামান্য নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় মাঠে হাঁটু পরিমাণ পানি জমে আছে।
সামিয়া নামের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী জানান, আজ কলেজে এসেও বিপদে পড়েছি, কলেজে ঢুকতে মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে আমার কলেজ ড্রেস ভিজে গেছে। এছাড়াও কলেজে শিক্ষার্থীর উপস্থিতও অনেক কম। ভিজা কাপড় নিয়ে ক্লাশে বসে থাকা যায় না, তাই কষ্ট করে এসেও আবার বাড়ি চলে যাচ্ছি।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফকির মো. ছাদেক বলেন, বৃষ্টি হলে মাঠে পানি জমে যায়, আর এ পানি মারিয়েই অনেক কষ্ট সহ্য করে শিক্ষক শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে হয় বিধায় বৃষ্টির দিন কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে যায়। কলেজে প্রায় দুই হাজারের মত শিক্ষার্থী থাকলেও আজ বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার কারণে মাত্র ৫০/৬০ জন শিক্ষার্থী কলেজে এসেছে। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, কলেজটি জাতীয়করণকৃত হওয়ায় ফান্ড না থাকায় আমরা নিজেরা এ ব্যাপারে কিছু করতে পারছি না। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে পৌরসভাকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত এ সমস্যার সমাধান চাই।
পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছির বলেন, কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।