কুমিল্লার হোমনা পৌরসভায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৬ লাখ লিটার পানি ধারণক্ষমতার একটি পানির ওভার হেড ট্যাংক ও ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে হোমনা পৌরসভা বস্তবায়ন করছে। ওভরহেড ট্যাংকের পানি গ্রহণ ও ব্যবহারে পৌর নাগরিকদের উদ্বুদ্ধ করতে সোমবার দুপুরে ওভার হেড ট্যাংকের নিচের মাঠে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করা হয়। ব্রিফিং করেন পৌর মেয়র অ্যা. মো. নজরুল ইসলাম, বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট ও প্রকল্পের আবাসিক প্রকৌশলী মো. রিয়াজুল বারী, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন। কনসালটেন্ট রিয়াজুল বারী এর কারিগড়ি দিক ও এর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন, ওভার হেড ট্যাংকটির ভেতর ও বাহির প্রতি দুই মাস অন্তর অন্তর পরিষ্কার করা হবে। যদিও এর ভেতরে কোনো প্রকার দূষণ সৃষ্টির সম্ভাবন নেই। এটির ভেতরের অংশ ‘রেড অক্সাইড’ দ্বারা আবৃত থাকবে। নাগরিকরা যেন চব্বিশ ঘণ্টা নিরবচ্ছিন্ন পানি সাপ্লাই পেতে পারেন সে জন্য দুই ঘণ্টা অন্তর অন্তর ট্যাংকটিতে পানি ভর্তি করা হবে। পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, পৌরবাসীকে আর্সেনিক, আয়রন, জীবনুমুক্ত ও নিরাপদ পানি সরবাহের লক্ষ্যে অত্যন্ত ব্যায়বহুল এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আশা করি জনগণ এর সুফর ভোগ করবে। এসময় পৌর কাউন্সিলর মো. সোবহান মিয়া উপস্থিত ছিলেন ।
কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...
Read more