বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির (রেজি. ইং-এস ১৫৩৬(৯৬)/৯৩) কুমিল্লার হোমনা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
৬১ সদস্যবিশিস্ট এই কমিটিতে পূর্ব শ্রীমদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ মুসলেহ উদ্দিনকে আহ্বায়ক ও ঘনিয়ারচর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. এরশাদ মিয়াকে সদস্য সচিব করা হয়।
পরিচিতি সভায় আহ্বায়ক মো. মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. এরশাদ মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, সাইদুল আনোয়ার,
আজিজুর রহমান, মো. আবদুল কাদিও, শামীম আহাম্মদ, রওষন আরা, সদস্য মো. শরীফুল ইসলাম, মো. আবদুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।
আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (রেজি. ইং-এস ১৫৩৬(৯৬)/৯৩) কেন্দ্রীয় কমিটির মহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।