হোমনা উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল। সদ্য অনুমোদিত কমিটিতে খন্দকার নজরুল ইসলামকে সভাপতি এবং কায়সার আহমেদ বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান তপন কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা সদ্য অনুমোদিত কমিটির সভাপতি- সম্পাদকের হাতে হস্তান্তর করেন। এছাড়াও উক্ত কমিটিতে মো.কামরুল ইসলাম,মাহবুবুর রহমান বকুল,তরিকুল ইসলাম পিয়াস,ফয়জুল ইসলাম তসলিম,মহিউদ্দিন ভূইয়া, মনোয়ার হোসেন ও মাইনুল সরকারকে সহ সভাপতি এবং মোবারক হোসেন, সৈয়দ মেহেদী হাসান,মিনহাজ আল ইসলাম সরকারকে যুগ্ন সাধারণ সম্পাদক এবং উজ্জল সরকার, খাজা আহমেদ,তানভির ইসলাম মুরাদ ও জাকির হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পরে অনুমোদিত কমিটির তালিকা নিয়ে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদকে উপহার দেন যুবলীগ নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির সভাপতি খন্দকার নজরুল ইসলাম বলেন, উপজেলা যুবলীগের সদ্য অনুমোদিত কমিটি আমাদের হাতে হস্তান্তর করার পর সেটি যুবলীগের কেন্দ্রীয় ওয়েব সাইটেও পোস্ট করেছে কেন্দ্র। সামনের জাতীয় নির্বাচনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ কেন্দ্রীয় সকল সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকবো।