কুমিল্লার হোমনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ আগস্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিনই হোমনা উপজেলার অবশিষ্ট ৩৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জায়গায়সহ গৃহের যাবতীয় দলিল হস্তান্তর করা হবে। এবং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোমনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা আজ সোমবার নিজ কর্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মো. ওয়াশিম প্রমুখ উপস্থিত ছিলেন।