হোমনায় মো. স্বপন মিয়া (৩০) নামের সাত বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফুজুরকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মো. মো. আলী হোসেনের ছেলে।হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান হোমনা থানার মামলা নং-০৩, তারিখ-১৪/০১/২০১৮ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ এর ডাকতি মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ স্বপন মিয়াকে
গ্রেফতার করে আজ বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।