হোমনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান ব্যতীত ল্যাব পরিচালনা করায় তিনটি ডায়গনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান উপজেলার দুলালপুর বাজার ও রামকৃষ্ণপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এতে দুলালপুর বাজারের ‘দুলালপুর ডায়গনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা, সাগর মেডিকেল হল ও ডায়গনস্টিক সেন্টারকে ত্রিশ হাজার টাকা ও রামকৃষ্ণপুর বাজারের হলি লাইফ ডায়গনস্টিক সেন্টারকে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, দুলালপুর ও রামকৃষ্ণপুরে অনুমোদনহীন ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করছে এমন সংবাদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাদেরকে উপরোক্ত জরিমানা আদায় করা হয়। এছাড়াও বাজার মনিটরিংকালে দুলালপুর ও রামকৃষ্ণপুর বাজারে ১২০ থেকে ১৩০ টাকায় প্রতিকেজি পেয়াজ বিক্রি হতে দেখা যায়, তবে পাশাপাশি কয়েকজন ব্যবসায়ীর ক্রয়মূল্য বেশি থাকায় ১৪০থেকে১৫০ টাকায় পেয়াজ বিক্রি করতে দেখা যায় । এসময় ক্রেতাদেরকে প্রয়োজনের অতিরিক্ত পেয়াজ ক্রয়ে নিরুৎসাহিত করা হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালে সাথে থেকে সহযোগিতা করেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাহিদুজ্জামান সূর্য ও হোমনা থানা পুলিশের একটি দল।