হোমনায় ফেনসিডিলসহ রাজিব মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে থানা পুলিশ।মঙ্গলবার ভোরে হোমনা পৌরসভার হোমনা পশ্চিমপাড়ার বজলুর রহমানের বিল্ডিংয়ের ২য় তলায় তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ভঙ্গারচর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাসায় অভিযান চালানো হয়। এ সময় ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।