নৌকার টিকিট পেয়ে এলাকায় গিয়েই ফুলের মালা নিয়ে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে গেলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -২ (হোমনা-মেঘনা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও (হোমনা – তিতাসের) সংসদ সদস্য সেলিমা আহমাদ। মঙ্গলবার বিকেলে তিনি আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের গ্রামের বাড়ি উপজেলার জয়নগর গ্রামে গিয়ে অধ্যক্ষ আবদুল মজিদ ও তার স্ত্রী উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগমের গলায় ফুলের মালা পড়িয়ে দেন। এ সময় ব্রিগডিয়ার জেনারেল (অব.) গোলাম আম্বিয়া, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খন্দকার মহিউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, আওয়ামী লীগ নেতা, গাজী ইলিয়াসসহ আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...
Read more