হোমনা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -২ হোমনা ও মেঘনা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় এ সময় পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনসহ,ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক ও নানা শ্রেণির পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।