হোমনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে বৈষম্য বিরোধী ছাত্র- সমাজের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। আজ শনিবার হোমনা বাজারের মুদি দোকান ও কাচাঁবাজারে মূল্যতালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে বিক্রি ও সিন্ডিকেট রোধে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ্যাড. মো. তারিকুল ইসলাম ও মো. রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র- সমাজের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে এ অভিযান পরিচালনা করা হয়। দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে এ অভিযান অব্যহত থাকবে।