হোমনায় ৫৩ জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজন শনিবার হোমনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদর্শেদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণের পরিচালনায় এতে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন খান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবূুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, সমবায়ী মুন্নি আক্তার ও পারভেজ হোসেন প্রমুখ।
সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াশিম।