ঘূর্নিঝড় মিধিলি’র প্রভাবে হোমনা উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত প্রচন্ড বাতাস ও ঝড় বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় গাছের ডালপালা ভেঙে রাস্তায় পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদুতের তার ছিড়ে ও খুঁটি পড়ে গিয়ে রাত এগারটা পর্যন্ত পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। হোমনা-গৌরিপুর রোডে গাছ পড়ে গুরুত্বপূর্ণ এ সড়কটিকে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বিকালে এ সড়কের সিনাইয়া এলাকায় একটি চলন্ত প্রাইভেট কারের উপর গাছ পড়ে গাড়ীর সামনের অংশটি দুমড়ে মুছরে যায়।এতে গাড়ির ভিতরে থাকা চালক ও যাত্রীদের বড় ধরনের কোন ক্ষতি না হলেও রাস্তা বন্ধ থাকায় শত শত গাড়ি আটকে জনদূর্ভোগের সৃষ্টি হয়।
পরে হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল অনেক চেষ্টার পর গাছটি সরাতে সক্ষম হলে যান চলাচল স্বাভাবিক হয়।কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি -৩ এর ডিজিএম মো. কাজী শওকাতুল আলম জানান, ঘুর্নিঝড়ে উপজেলার অনেক এলাকায় তার ছিড়ে ও খুঁটি পড়ে যায়। এতে আমাদের ৩৩ কেভি লাইনটিই চালু করতে রাত ১১টা বেজে যায়।
উপজেলা কৃৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ঝড় তুফানে আলু মরিচ, সরিষাও সব্জির ক্ষতি হয়েছে।