কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজের বিভিন্ন অনিয়মে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট, অসত্য বিভ্রান্তিকর তথ্য অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার মলয় বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিবাদে ভুক্তভোগী রুহুল আমিন লিখিত বক্তব্যে দাবী করেন বরকোটা স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ জসিম উদ্দিন আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রে নেমেছেন। জসিম উদ্দিন ৫ আগস্টের পর দূর্নীতির নানা অভিযোগে পালিয়ে যেতে বাধ্য হন। এবং আড়াল থেকে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানটির বেশিরভাগ বহিরাগত ও অত্র প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীদের নিয়ে আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেন। তিনি আরও বলেন জসিম উদ্দিনের বিরুদ্ধে দুদকে দূর্নীতির মামলা চলমান আছে।
ভুক্তভোগী রহুল আমিন দাবী করেন,এলাকাবাসী ও স্কল এন্ড কলেজের শিক্ষার্থীরা সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিনের নানা অনিয়ম, দূর্নীতির যথাযথ বিচার দাবী করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সাবেক ইউপি মেম্বার জসিম উদ্দিন ভূঁইয়া,বরকোটা স্কুল এন্ড কলেজের সাবেক অভিভাবক সদস্য আবু বক্কর ও আলাউদ্দিন প্রমূখ৷