কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান বলেছেন, শেখ হাসিনা সরকারের গৃহীত নানা পদক্ষেপের ফলে বাল্যবিবাহ উল্লেখযোগ্য হারে হ্রাসের পাশাপাশি বিদ্যালয় গুলোতে ছাত্রী ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। ক্রীড়াঙ্গনেও আমাদের মেয়েরা সাফল্যের স্বাক্ষর রাখছে। বর্তমান সরকার নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন এবং তাদের প্রতি সকল প্রকার সহিংসতা ও বৈষম্য দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক তথ্য বোর্ড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাংসদ আবুল হাশেম খান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশে ‘শিশু আইন’ প্রণয়ন করেন। বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদের অন্যতম অনুস্বাক্ষরকারী দেশ। শেখ হাসিনা নারী ও শিশু নির্যাতন (দমন) আইনের নতুন ধারা সংযোজন এবং যুগোপযোগী বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন করেছেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন।
এসময় ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, শশীদল ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান রিয়াদ, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইঞ্জিনিয়ার মো. রাসেল, যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন, এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ আল নূর দুর্জয় প্রমূখ উপস্থিত ছিলেন।