কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শুধু নেতা হলেই হবে না, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে দেশ প্রেম আছে, মেধা আছে, দুরদর্শিতা আছে, প্রজ্ঞা আছে। এই ধরনের নেতৃত্ব দেশে আর দ্বিতীয় কেউ নেই। গতকাল শনিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আবুল হাশেম খান এমপি বলেন, শেখ হাসিনা আগামীতেও ক্ষমতায় থেকে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো, নিরাপদে ও শান্তিতে আছে। সেই কারণে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় দরকার। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান সাংসদ আবুল হাশেম খান।
শান্তি সমাবেশ প্রধান মেহমান ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি।
সমাবেশে সভাপতিত্ব করেন শিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর।
এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্য জীবীলীগের আহ্বায়ক মো. শাহ আলম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন জসিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক, শশীদল ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান রিয়াদ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন চৌধুরী, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব প্রভাষক তাসলিমা আক্তার হ্যাপী, যুবলীগ নেতা আবু মোছা মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. জাহিদুল হাসান পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।
বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এই শান্তি সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সদস্য মো. মোস্তাক আহমেদ।
এছাড়া যুবলীগ নেতা মো. নবীর হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হাসান শরীফ, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মোশারফ হোসেন আলিফ, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক গাজী মো. মানিক মিয়া প্রমূখসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ উপস্থিত ছিলেন।