বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার আয়োজনে সান মেডিকেল রেসকোর্স কুমিল্লার সহযোগিতায়; বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলার ব্যবস্থাপনায় শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় অধ্যক্ষ আবুল কালাম মহিলা কলেজ হল রুমে
কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুহুল আমিন সঞ্চলন কর্মশালায় অতিথি ছিলেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ড. শাহজাহান মজুমদার।
প্রশিক্ষক ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা, সাধারন সম্পাদক শাহজাদা এমরান, সাংবাদিক ওমর ফারুকী তাপস, এখন টিভির কুমিল্লা বুরোৎ চীফ খালেদ সাইফুল্লাহ
এই কর্মশালায় বিভিন্ন প্রিন্ট মিডিয়া (বিশ) জন সাংবাদিক অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং ব্রাক্ষনপাড়া সংবাদের সম্পাদক সৈয়দ আহম্মেদ লাভলু, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক কামাল হোসেন, লালমাই বার্তার প্রধান সম্পাদক জহিরুল ইসলাম জহির সহ লালমাই সাংবাদিক সমিতির সকল সদস্যগন।