গতকাল লাকসাম পৌরসভা আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩ টায় নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছায়েদ মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, প্রধান বক্তা সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, কৃষি বিষয়ক সম্পাদক মজিব উল্লাহ তরু, এডভোকেট শামসুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, আলী হোসেন, ইউছুফ মিয়া, শাহ আলম,ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্র লীগের সভাপতি আবু হোসেন, মহিলা আওয়ামী লীগের নেত্রী মাইশা আক্তার রিপা প্রমুখ।
বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি কে পূনরায় নির্বাচিত করার জন্য গ্রাম, পাড়া এবং ওয়ার্ড কমিটি তৃণমূল পর্যায়ে সংগঠনের নেতৃবৃন্দ কে কাজ করার জন্য আহবান জানানো হয়।