জাতীয় শোক দিবস উপলক্ষে লাকসাম নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকদিবস পালিত হয়েছে।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা। বিশেষ অতিথি পরিচালনা পর্ষদের সদস্য আলিম উল্যাহ, সুমন চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক পরিমল সাহা। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া ছাত্র ছাত্রীদের ১৫ আগস্ট নিয়ে লেখা ” শেখ রাসেল ” নামে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়।