লাকসামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত জয়িতাদের মধ্যে উত্তরদার শাহেনা বেগমকে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী, বাকইয়ের মন্দিরা চৌধুরীকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, আজগরার মোসাম্মৎ মেহেরুন্নেছাকে সফল জননী নারী, কোঁয়ারের নাছরিন আক্তারকে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ও তাহমিনা মাহবুবকে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরীতে সম্মাননা দেয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল।