মোবাইল ফোনে কথা বলার সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার সংলগ্ন ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ৯.৪৫ মিনিটে ঢাকা থেকেছেড়ে আসা চট্টগ্রাম গ্রামী সোনার বাংলা এক্সপ্রেস শশীদল রেলস্টেশন অতিক্রম করে সেনের বাজার এলাকায় আসলে উপজেলার নাগাইশ মধ্য পাড়া মেজর গনি সাহেবের বাড়ির মৃত মতিন মিয়ার ছেলে অটোরিকশা চালক মোস্তফা মিয়া (৫৫) রেললাইনে দাড়িয়ে ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মারা যায়৷ ঘটনার সাথে সাথে বাজার থেকে লোকজন এসে দেখে মোস্তফার দেহ রেললাইনের পাশে পরে আছে৷ বর্তমানে মোস্তফা সেনের বাজার আশ্রায়ন প্রকল্পের সরকারি ঘরে থাকত৷ লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসিদ আলম জানায়, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোঃ মোস্তফা (৫৫) নামে এ লোক মারা যায়৷ তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যেয়ে লাশের সোহরত হাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ এঘটনায় রেলওয়ে থানায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে৷
রাতের আঁধারে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও মো. ছামিউল ইসলাম। সোমবার ( ২৩ ডিসেম্বর )...
Read more