আজ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক কারবারি ও সেবনকারীরা সমাজের বিষফোঁড়া: আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুজিবুল হক এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি বলেন, ‘মাদক কারবারি ও সেবনকারীরা সমাজের জন্য বিষফোঁড়া। তাই মাদক ও কিশোর গ্যাং বলতে কোন শব্দ আমি আর শুনতে চাই না। এগুলো নির্মুলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক ও কিশোর গ্যাং মুক্ত স্মার্ট চৌদ্দগ্রাম বিনির্মাণে সকলেই স্ব-স্ব অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করে যাবেন।’
তিনি আরও বলেন, ‘গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মাদকাসক্ত কতিপয় লোক আমার গাড়িতে ডিল মেরেছে, এর আগে ইউএনও অফিসে তারা সিনক্রিয়েট করেছে। তাৎক্ষণিক পুলিশ তাদেরকে ধাওয়া করে সরিয়ে দিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনের কোন পদক্ষেপ আমি এখনো দেখলাম না। যদি না নিয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মাঠের কর্মী, দলের হাজার হাজার নেতাকর্মী আমার গাড়িতে ডিল মারার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে। কিন্তু আমি তাদেরকে নিষেধ করেছি, শপথ নিয়ে এসে সবকিছু আমি দেখবো বলে তাদেরকে আশ^স্ত করে শান্ত করেছি।’

মুজিবুল হক এমপি উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘কোন দফতরে কি কাজ করতে হবে তার তালিকা তৈরি করে আগামী একমাসের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে আমার কাছে পাঠাবেন। আপনারা নিজ শিক্ষা ও যোগ্যতা বলে সরকারি চাকুরীতে যোগদান করে দেশের বিভিন্ন এলাকা থেকে চৌদ্দগ্রামে এসেছেন, আপনারা আমাদের চৌদ্দগ্রামের মেহমান। নিজের কর্মদক্ষতা দিয়ে চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাবেন। স্থানীয় সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছ থেকে আমি এটাই প্রত্যাশা করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার জেপি দেওয়ান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, হাজী জানে আলম, মাহফুজ আলম, জাফর ইকবাল, নায়িমুর রহমান মজুমদার মাছুম, কাজী ফখরুল আলম ফরহাদ, আবু তাহের, মো: মোস্তফা কামাল, এ কে খোকন, মাইন উদ্দিন ভূঁইয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন প্রমুখ।

সভায় বিজিবি প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার অবাধ চলাচল রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে চৌদ্দগ্রাম উপজেলার ৪৪ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশে বিকল্প সড়ক এবং উপজেলা সদরের লাকসাম রোডের মাথা থেকে উপজেলা পরিষদের রাস্তা মাথা পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের দাবী তুলে ধরেন বক্তারা। সভা শেষে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুজিবুল হক মুজিব এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

কুমিল্লার চৌদ্দগ্রামের ‘মুন্সীরহাট ছাত্র সংগঠন’ এর সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এসএসসি-২০২৪ ব্যাচ ও এইচএসসি-২০২৩ এবং ২০২৪ ব্যাচ এর জিপিএ-৫ প্রাপ্ত...

Read more
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর সভ্যতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ...

Read more
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩।

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন: উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম বজলুর...

Read more
চৌদ্দগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত হয়ে থাকবে :প্রশাসনের সাথে মতবিনিময়কালে ধর্মীয় নেতৃবৃন্দ।

‘সম্প্রীতির চৌদ্দগ্রাম বাংলাদেশে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে’ এমন মন্তব্য করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, ‘আমরা চৌদ্দগ্রাম উপজেলা...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত ৫।

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল কালাম প্রকাশ আবুল হোসেন (৫২) নামে এক বাস...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top