মুজিবুল হক এমপি উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘কোন দফতরে কি কাজ করতে হবে তার তালিকা তৈরি করে আগামী একমাসের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে আমার কাছে পাঠাবেন। আপনারা নিজ শিক্ষা ও যোগ্যতা বলে সরকারি চাকুরীতে যোগদান করে দেশের বিভিন্ন এলাকা থেকে চৌদ্দগ্রামে এসেছেন, আপনারা আমাদের চৌদ্দগ্রামের মেহমান। নিজের কর্মদক্ষতা দিয়ে চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাবেন। স্থানীয় সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছ থেকে আমি এটাই প্রত্যাশা করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার জেপি দেওয়ান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, হাজী জানে আলম, মাহফুজ আলম, জাফর ইকবাল, নায়িমুর রহমান মজুমদার মাছুম, কাজী ফখরুল আলম ফরহাদ, আবু তাহের, মো: মোস্তফা কামাল, এ কে খোকন, মাইন উদ্দিন ভূঁইয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন প্রমুখ।
সভায় বিজিবি প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার অবাধ চলাচল রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে চৌদ্দগ্রাম উপজেলার ৪৪ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশে বিকল্প সড়ক এবং উপজেলা সদরের লাকসাম রোডের মাথা থেকে উপজেলা পরিষদের রাস্তা মাথা পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের দাবী তুলে ধরেন বক্তারা। সভা শেষে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুজিবুল হক মুজিব এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।