বঙ্গবন্ধুর হাতে গড়া উপমহাদেশের প্রাচীন সংঘঠন এবং মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন করা হয়েছে। ২৩ জুন (রবিবার) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী এবং দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটুর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, মনিরুল হক ঠিকাদার, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, প্রচার সম্পাদক আমজাদ হোসেন, যুবলীগের আহবায়ক সুলতান আহামেদ। এসময় আরও উপস্থিত সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল জলিল মেম্বার, সাধারণ সম্পাদক বশির আহম্মেদ মেম্বার, আবুল কাশেম মেম্বার, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল ফরহাদ ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ভূইয়া,সহ সভাপতি প্রফেসর খলিলুর রহমান, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম হায়দার, সিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আবদুল কাদের বাচ্চু, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, ,কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ফোরকান আহম্মেদ সবুজ, যুবলীগ নেতা মশিউর আলম সোহাগ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জল চন্দ্র রায়, ছাত্র লীগের সভাপতি আবু কাউসার দিপু,
আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক করে তুলেন।