কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার ( ১৮ আগস্ট ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা।
এ সময় কুমিল্লা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূইয়া ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও স্যাম্পল বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন ২০০৩ এর ৪০ ( গ,ঘ) ধারা লঙ্ঘনের দায়ে সেবা মেডিকেল হলকে ৫ হাজার, মক্কা মেডিসিন কর্ণারকে ৫ হাজার ও লিজা মেডিকেল হলকে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা বলেন, ঔষধ ও কসমেটিকস আইন ২০০৩ এর ৪০ ( গ,ঘ) ধারা লঙ্ঘনের দায়ে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করে আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।