কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মিনহাজুর রহমান নামের এক মাদকসেবিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ৩ অক্টোবর ) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মিনহাজুর রহমান ( ২৫ ) উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী তেঁতাভূমি বাসতলী এলাকা থেকে মাদক সেবনের সময় মিনহাজুর রহমানকে আটক করা হয়। পরে মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় তাকে ৬ মাসের জেল দেয়া হয়েছে। অভিযানে বিজিবির শশীদল ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।