আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় মাছ ধরার ফাঁদ বেচা কেনার ধুম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
এখন বর্ষা মৌসুম চলছে। খাল-বিলে নতুন পানি আসতে শুরু করেছে। আর নতুন পানিতে ছুটে আসছে নানা প্রজাতির ছোট-বড় মাছ। মাছ ধরার অপেক্ষাকৃত সহজ কৌশল হল মাছ চলাচলের পথে ফাঁদ পেতে রাখা। তাই নানারকম ফাঁদ ব্যবহার করে গ্রামের মানুষ এইসব মাছ ধরছে। দেশীয় মাছের স্বাদ নিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাটেও বাঁশ দিয়ে তৈরি চাঁই (আন্তা), খৈলশুন (বৃত্তি), ভাঁইড় (চোকা) এ রকমের মাছ ধরার ফাঁদ কেনা-বেচায় ধুম পড়েছে।
জানা যায়, উপজেলার সাহেবাবাদ, দুলালপুর , সিদলাই, চান্দলা, ষাইটশালা মিরপুর, কান্দুঘর ও নাগাইশ প্রভৃতি হাটগুলোতে মাছ ধরার এ দেশীয় ফাঁদ চাঁই (আন্তা) বিক্রি হচ্ছে। এ ফাঁদ তৈরির নির্মাতারা এখন ব্যস্ত সময় পাড় করছেন। তারা বাঁশ কেনা, বাঁশ কাটা, শলাকা তৈরি করা, ফাঁদ বোনার কাজ করছেন, পাশাপাশি হাটবাজারে বিক্রি করছেন। এ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে এ শিল্পের কারিগররা।
চাঁই (আন্তা) প্রস্তুত ও বিক্রয়কারী হোসেন মিয়া জানান, পুরো বছরের এই সময় আমরা চাঁই (আন্তা) তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করি। পরিবারের সবাই মিলে এই কাজ করি। এই আয় দিয়েই সংসার চলে। দেশীয় বাঁশ দিয়ে এসব উপকরণ তৈরি করা হয়।
আরেক চাঁই (আন্তা) বিক্রেতা সুখেন্দু জানান, একটি ভালো বাঁশ থেকে ৩টি আনতা তৈরি করা যায়। এ বছর চাঁই (আন্তা) দাম কম। প্রতিটি চাঁই (আন্তা) বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। গত বছরের তুলনায় এ বছর চাঁই (আন্তা) কম বিক্রি হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর বর্ষার পানিও কম। খালে বিলে পানি বাড়লে বিক্রিও আরও বাড়বে।
উপজেলার নাগাইশ এলাকা থেকে চাঁই (আন্তা) কিনতে আসা মো: ইউসুফ বলেন, প্রতি বছর শখের বসে আমি ৩/৪টি চাঁই (আন্তা) ক্রয় করি। বাড়ির পাশের বিলে এগুলো ব্যবহার করে ছোট মাছ ধরি। এতে বাজার থেকে আর মাছ কিনতে হয় না। এবারও ৫ টি চাঁই (আন্তা) কিনেছি।
সিদলাই বাজারে চাঁই (আন্তা) কিনতে আসা মোসলেম উদ্দিন বলেন, প্রতিবছরই আমি বর্যা মৌসুমে চাঁই (আন্তা) কিনি। দেশী ছোট মাছ ধরে পরিবারপরিজন নিয়ে খাই আবার বাজারেও মাছ বিক্রি করি। এবারও ৭ টি চাঁই (আন্তা) কিনেছি।

আরো পড়ুন

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার দিবগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ দশ লাখ...

Read more
ব্রাহ্মণপাড়ায় বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারসহ মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  সোমবার ( ১৬ ডিসেম্বর ) সকালে...

Read more
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার এক মাস পর দেশে এল যুবকের মরদেহ:দাফন সম্পন্ন।

সৌদি আরবে শ্রমিক হিসেবে যাওয়ার আট মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তরুণ মো. হৃদয় ইসলাম (২৬) এর...

Read more
ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

"দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার...

Read more
ব্রাহ্মণপাড়ায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৯) এর উদ্বোধন...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top