কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে গোখাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনে উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব গোখাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থে মানবিক কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। এ সময় ১৩৪ জন খামারিকে প্যাকেটজাত গোখাদ্য দেওয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজমাল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রমুখসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা উপস্থিত ছিলেন।