কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিদলাই ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে ১৭০টি পরিবারের মধ্যে একলক্ষ সত্তর হাজার টাকা দেওয়া হয়।
শিদলাই নাজনীন হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন জসিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, উপজেলা কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক বদিউল আলম সম্রাট, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন জানু মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক সাইফুল ইসলাম, সাইফুজ্জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি জয়দল হোসেন মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হোসেন মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহমেদ ভূইয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক বাইজিদ হোসেন রানা।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গাজী সাইদুল ইসলাম এমরান।
এছাড়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, আবুল কালাম আজাদ, নাজমুল হাসান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, শরাফ উদ্দিন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. দিদারুল ইসলাম, সদস্য সচিব ফায়সাল কবির আখন্দ, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুব আলম, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. সাব্বির আলম প্রমূখ্য উপস্থিত ছিলেন।