কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে ইসমাইল হোসেন (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১ টায় টায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মেজর এম এ গণির বাড়ির আব্দুল জলিলের ছেলে।
নিহতের বড় ভাই ইব্রাহিম জানান, ইসমাইল হোসেন একজন বুদ্ধি প্রতিবন্ধী। সে শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় পুকুরে গোসল করতে আসা লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্বজনরা ইসমাইল হোসেনের মরদেহ এলাকায় নিয়ে বাদ মাগরিবের পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন। তাঁর মৃতেতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।