রবিবার (০৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় বাঁশঝাড়ের পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্বজনরা। শিশু শাহিনুর আক্তার নন্দীপাড়া গ্রামের দত্তক বাড়ির মো. হানিফ মিয়ার মেয়ে।
হানিফ মিয়া জানান, ‘আমার মেয়ে শাহিনুর আক্তার ঘটনার দিন সন্ধ্যা সাতটায় আমাদের সাথে খাবার খেয়ে তার দাদার ঘরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। রাত নয়টার সময় আমরা তাকে ঘুমাতে ডাকলে তার কোন সারা শব্দ মেলে না। পরে আমরা বাড়ির আশপাশে ও এলাকায় সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করি। একপর্যায়ে রাত আনুমানিক দেড়টা-দুইটার সময় আমাদের বাড়ির উত্তরে দুইশো মিটার দূরের একটি বাঁশঝাড়ের পাশে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যকে বিষয়টি জানাই। খবর পেয়ে সোমবার (০৯ অক্টোবর) সকালে পুলিশ নিহত শাহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, শিশু শাহিনুর আক্তারের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে শিশুটির মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যপারে শিশুটির বাবা হানিফ মিয়া থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
"দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার...
Read more