কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রী সেজে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চুরির ঘটনায় নারীসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।
শনিবার ( ৬ জুলাই ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার ( ৭ জুলাই ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, হেলাল উদ্দিন ( ৩৮ ) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকার আবুল হাশেম প্রকাশ হাসু ড্রাইভারের ছেলে ও মরিয়ম আক্তার বিউটি প্রকাশ আঁখি আক্তার ( ২১ ) কুমিল্লা নগরীর শুভপুর এলাকার জাকিরের বাড়ির মৃত জাকির হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা গোপীনাথপুর এলাকার অটোরিকশা ( টমটম ) চালক মো. সুজনের ব্যাটারি চালিত অটোরিকশাটি কসবা থেকে ব্রাহ্মণপাড়ায় এসে দুটো ছাগল নিয়ে আবার কসবায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে ৭’শ টাকায় নারীসহ দুইজন যাত্রী ভাড়া নেয়। তবে যাত্রীরা ব্রাহ্মণপাড়া আসার পর তাদের এক পরিচিত লোককে মোবাইল ফোনে খবর দিয়ে এনে অটোরিকশা চালককে গাড়িটি রেখে ওই লোকের সাথে গিয়ে দুই কেজি তেঁতুল আনতে বলে। অটোরিকশা চালক অটোরিকশটি তাদের কাছে রেখে ওই লোকের সাথে তেঁতুল আনতে গিয়ে ওই লোককে সন্দেহ হলে দ্রুত তিনি ফিরে এসে দেখেন অটোরিকশাসহ যাত্রীরা কেউ নেই। পরে অটোরিকশা চালক সুজন বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে অবহিত করলে থানার উপপরিদর্শক ( এসআই ) নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি যাওয়া গাড়িটিসহ উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, অটোরিকশা (টমটম) চোর চক্রের নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা আসামিসহ তারা দীর্ঘদিন ধরে এ ধরনের চুরির সঙ্গে জড়িত রয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।