আজ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে কৃষকের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি গ্রামে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। একদিকে সোনালি আউশধান কেটে ঘরে তোলা অন্যদিকে আমন ধান চাষের জন্য জমি প্রস্তুত, বীজতলা থেকে চাড়া তোলা ও রোপণ করা। সময়ের কাজ যথা সময়ে শেষ করতে মহা ব্যস্ততায় দিন পার করছেন কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে, একদল কৃষক আউশের সোনালি পাকাধান কেটে ঘরে তুলছেন। ট্রাক্টর দিয়ে হালচাষ করে আমন ধান আবাদের জন্য কেউ কেউ জমি প্রস্তুত করছেন। কোথাও আবার রোপা-আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। কেই কেউ আগাম আমন ধানের চারা রোপণে ব্যস্ত। মাঠজুড়ে এক মনোরম পরিবেশ। তবে এ বছর আমনধান চাষের জন্য আবহাওয়া এখনও অনুকূলে নেই জানান কৃষকরা।
উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, এ বছর এ উপজেলায় চলতি আমন মৌসুমে ৫ হাজার ৪ শত ২৯ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে লক্ষ্যমাত্রা অনায়াসেই অর্জিত হবে বলেও আশা করছেন কৃষি বিভাগ। তবে এ বছর যথাসময়ে বীজতলা তৈরি করতে পারেনি অনেক কৃষক। এ বছর আমনের বীজ তলার লক্ষ্যমাত্রা ছিল ২৯০ হেক্টর, অর্জিত হয়েছে ২৮২ হেক্টর। যার ফলে জমি আবাদে ধানের চারার কিছুটা সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সে ক্ষেত্রে পার্শ্ববর্তী উপজেলা থেকে ধানের চারা সংগ্রহের পরিকল্পনাও রেখেছেন উপজেলা কৃষি বিভাগ।
কৃষকরা জানান, জমিতে বৃষ্টির পানি জমা থাকার কারণে তারা শুধু হালচাষের টাকা ও শ্রমিক মজুরী দিয়েই তাদের জমি রোপন করতে পারছেন। আগাম আমন ধানের চারা রোপণে জমিতে পানির তেমন স্বল্পতা নেই।
উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার কৃষক সোলেমান মিয়া জানান, এ বছর ৩০ শতক জমি আমন ধানের চারা লাগানোর জন্য প্রস্তুত করেছি। ধানের চারাও বেড়ে উঠছে। খুব শীঘ্রই চারা রোপণের উপযোগী হয়ে উঠবে। আশা করছি কয়েকদিনের মধ্যেই আমনের চারা রোপণ করতে পারব।
উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার কৃষক মতি মিয়া বলেন, আউশধান কাটা ও ঘরে তোলার পাশাপাশি আমন ধানের চারা রোপণ করতে জমি প্রস্তুত করার কাজও করছি। আমাদের এখন খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল আলম বলেন, চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে বীজ তলায় আমাদের কিছুটা ঘাটতি আছে। আশা করছি শীঘ্রই আবহাওয়া আমন চাষের উপযোগী হয়ে উঠবে। বীজ তলার ঘাটতি পূরণেও আগাম পরিকল্পনা নিয়ে রেখেছি। সকল সংকট কাটিয়ে আশা করছি আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব।

আরো পড়ুন

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

"দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার...

Read more
ব্রাহ্মণপাড়ায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৯) এর উদ্বোধন...

Read more
ব্রাহ্মণপাড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি।

আবহাওয়া অনুকূলে না থাকায় এবং গোমতী ও সালদানদী ভাঙা পড়ে ভয়াবহ বন্যা হয়ে ব্রাহ্মণপাড়ায়। ক্ষতি সম্মুখে পড়ে এলাকার কৃষকরা। এছাড়া...

Read more
ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।গত ১৭ নভেম্বর থেকে  ১৯ নভেম্বর এ দুই দিনে...

Read more
ব্রাহ্মণপাড়ায় প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে শনিবার (১৬ নভেম্বর) ভোরে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার ভিডিপির সদস্যরা মাদক বিরোধী টাস্কফোর্স...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top