কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারের মধ্যে ৭০ বান টিন বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের উদ্যোগে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে এসব টিন বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংগঠনের নিকট থেকে প্রাপ্ত অর্থ, অনুদান ও যাকাতের টাকার মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আবেদনের প্রেক্ষিতে তদন্তক্রমে বাছাইকৃত তালিকা থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ টি পরিবারের মাঝে ২ বান করে টিন বিতরণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, বন্যার শেষভাগে অনেকে সাহায্য করেছিলেন। এছাড়া আমার কিছু ব্যাচমেট তাদের নিজ অফিস ও কলিগদের মাধ্যমে সংগৃহিত অর্থ প্রেরণ করেছিলেন মানুষ কে বন্যা পরবর্তী সহায়তার জন্য। আবার কিছু কাছের মানুষ তাদের যাকাতের অর্থ দিয়েছেন ঘর ভেঙে যাওয়া মানুষের ঘর মেরামত করে দিতে। এসব সাহায্য সহযোগিতার অর্থ থেকে আমরা বিভিন্নভাবে বাছাইকৃত ৩৫ টি পরিবার কে পূনর্রবাসনের লক্ষ্যে আজ (শুক্রবার) ২ বান করে টিন দিয়েছি।
ইউএনও বলেন, সরকারিভাবে সহায়তা আসলে সামনে আরো বড় পরিসরে দিতে পারব ইনশাআল্লাহ।