কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত বাবু হত্যা মামলায় বারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
পুলিশ জানায়,মঙ্গলবার(২২ অক্টোবর)গভীর রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের জায়গীর গ্রামের নিজ বাড়ী থেকে আওয়ামীলীগ নেতা সাবেক বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন তালুকদারকে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে৷
গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা সাবেক বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন তালুকদার জায়গীর তালুকদার বাড়ীর মৃত রৌশন তালুদারের পুত্র৷
আজ বুধবার(২৩ অক্টোবর) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে বলেন,৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাবু বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।