জনতা ব্যাংক লিমিটেডের সাবেক জিএম হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ফাতেমা আক্তার বিউটির স্বামী হোমনা সদরের বাসিন্দা মো. মোবারক হোসেন (৬৪) বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
নিহতের ছোট ভাই হোমনার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক সরকার জানান, মোবারক হোসেন আজ শনিবার ভোরে মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্ৰামে তার পৈতৃক বাড়িতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি তিন মেয়ের জনক। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল বারী ইবনে জলিল বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার এমন মৃত্যুতে হোমনায় শোকের ছায়া নেমে এসেছে।