প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই বর্তমানে দেশের উচ্চ-পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাঁরা তাদের পরিবার নিয়ে অংশগ্রহন করেছেন এ পুনর্মিলনী অনুষ্ঠানে।
বিজয়পুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের সভাপতি এডিশনাল ডিআইজি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন
বিজয়পুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের উপদেষ্টা কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আব্দুল হান্নান, সাবেক অতিরিক্ত সচিব এস এম তাজুল ইসলাম,প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের উপদেষ্টা কমিটির সদস্য কবির উদ্দিন মোল্লা, এডভোকেট সোহরাব হোসেন পলাশ, প্রফেসর অধ্যক্ষ মোঃ বাহাদুর হোসেন সহ বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুভূতি প্রকাশ করে বিজয়পুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের সভাপতি ও এডিশনাল ডিআইজি মোস্তাক আহমেদ বলেন, ঈদ পুৃনর্মিলনী উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।যারা পুনর্মিলনীতে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।