কুমিল্লা জেলার বরুড়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার প্রধান আসামী আলামিনকে সুনামগঞ্জের দোয়ারা উপজেলার বাশতলা তার খালার বাড়ি হতে গ্রেফতার করা হয়।
গত ৪ঠা সেপ্টেম্বর নিখোঁজ হওয়া শিশু ইব্রাহীম খলিলের মৃত দেহ উদ্ধার করা ৬ ই সেপ্টেম্বর ভবানীপুর ইউপির পোমতলা হতে। শিশু ইব্রাহীমের মৃতদেহ উদ্ধারের পর নিহতের পরিবার বরুড়া থানায় মোঃ আলামিন, পিতা মোঃ রিপন মিয়া কে প্রধান আসামী করে শিশু আপহরন ও হত্যা মামলা রুজু করা হয়।মামলা রুজুর সাথে বরুড়া থানা পুলিশ দ্রুত আসামীকে গ্রেফতারের জন্য বরুড়া থানা সহ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলার ঘটনার সাথে জড়িত মূল আসামী আল আমিন (২৫)’কে গত ০৭/০৯/২০২৩ইং তারিখ বিকাল ০৩.২০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানাধীন বাশতলা সাকিনে আসামীর খালার বাড়ী হইতে উক্ত থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। আসামীকে গ্রেফতারকালে জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত আসামী পূর্ব শত্রুতার জের ধরে অত্র মামলার ভিকটিম ইব্রাহিম খলিল (৮)’কে হত্যা করিয়া লাশ মাটি চাপা দিয়াছে। আসামী উপরে উল্লেখিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মামলাটি তদন্ত অব্যাহত আছে।