কুমিল্লার বুড়িচং এ বন্যা দুর্গত বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ডক্টরস (ডিএমএফ) ফাউন্ডেশন। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ।
মঙ্গলবার দিনব্যাপী বুড়িচং উপজেলার বারেশ্বর হাই স্কুলে আশ্রয় কেন্দ্রগুলোতে আলাদা টিম গঠন করে বানভাসি মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের সমন্বয়ক ডাঃ এ এইচ রকিব জানান, ‘আমরা বাংলাদেশ ডিপ্লোমা ডক্টরস (ডিএমএফ) ফাউন্ডেশন ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিদিন ক্যাম্পে ০৫ জন ডিপ্লোমা চিকিৎসক দিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অস্থায়ী ক্যাম্প তৈরি করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। ক্যাম্প থেকে শিশু খাদ্য ও নারীদের প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
এছাড়া এ সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে, যেখানে মোবাইলে সেবা নিতে পারবে বন্যা কবলিত লোকজন।
ক্যাম্প তত্ত্বাবধান করছেন, ডা. এ এইচ রকিব ডা. আসরাফ সোহাগ মোঃ কামরুল ইসলাম ও মোঃ আলিফ