হাইওয়ে পুলিশ কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা (২৮ জুলাই) ভোর রাতে এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া নামক স্থানে ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পথচারী জালাল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩৫), পুলিশ দেখে দৌড় দিলে সন্দেহ হওয়ায় পুলিশ দৌড়ে তাকে আটক করে। উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে। এসময় মনির হোসেনের পরিহিত প্যান্টের ডান পকেটে নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট প্রাপ্ত হয়ে আসামীকে গ্রেফতার করা হয়। বিষয়টি( ২৯ জুলাই) শনিবার দুপুরে নিশ্চিত করে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান,আসামীর বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও জানান,হাইওয়েতে যাত্রী ও চালকের সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনের পাশাপাশি কুমিল্লা হাইওয়ে পুলিশ মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বদ্ধ পরিকর।