হোমনা উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -২ হোমনা ও মেঘনা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বাবুল মিঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.কামাল উদ্দিন আহাম্মদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটের) অধ্যাপক ড. আল- নকীব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, শিল্পমন্ত্রণালয়ের যূগ্নসচিব (এনডিসি) মো. নুরুজ্জামান। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক রাশেদুল হক নিশাদ, অধ্যাপক মো. রেজাউল করিম, প্রকৌশলী মো. ফারুক, ব্যবসায়ী রকিব উদ্দিন ও তারিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গাজী ইলিয়াস, ব্যবসায়ী আবুল বাসার ও আমিরুল ইসলাম প্রমুখ।