কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর আর্দশ ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮অক্টোবর) দুপুরে জুরানপুর আর্দশ ডিগ্রী কলেজ মাঠ চত্ত্বরে একাদশ শ্রেনীর ছাত্র/ছাত্রীদের নবীন বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অত্র কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জরানপুর আর্দশ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপি৷ সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃজামাল নাছের।
নবীন বরণে প্রধান অতিথি সুবিদ আলী ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই কলেজে পড়াশোনা করে আজ অনেকেই প্রতিষ্ঠিত। তোমাদেরও তাদের মত হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান,আহবায়ক মোহতাসিম বিল্লাহ সরকার ও কলেজের উপাধ্যক্ষ মো.শাহআলম ভূঁইয়া প্রমূখ৷