দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন স্থানে জিপির নামে সিএনজিসহ সকল প্রকার যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধ ঘোষণা করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)র প্রেসিডেন্ট এবং কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর৷
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি)দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদের হল রুমে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,ইঞ্জিঃ আবদুস সবুর বলেন,ইজারা ব্যতিত সকল প্রকার সিএনজিসহ যানবাহন থেকে অবৈধ কোন চাঁদাবাজি করতে দেওয়া হবে না ৷ যারা অবৈধ চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার,সহকারী কমিশনার(ভূমি)জিয়াউর রহমান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকার,মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজ্জামেল হক,উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা,প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমূখ৷