দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে মো: দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শনিবার(২ ডিসেম্বর)বিকাল আনুমানিক সাড় ৫ টায় গৌরীপুর পশ্চিম বাজারে একটি গল্লিতে বসে চা খাচ্ছিলেন দেলোয়ার হোসেন। এসময় ৮/১০ জন এসে তার উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। ভিকটিমের বড় ভাই মো: আক্তার হোসেন জানান, তার ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান জানান,পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।