কুমিল্লার দাউদকান্দিতে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার ৮ শত’২০ জন কৃষকে রবি মৌসুমে কৃষি প্রনোদনার অংশ হিসেবে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস জানায় , দাউদকান্দি উপজেলায় ৮শত’ ২০ জন কৃষকের মাঝে সরিষা, মসুরের ডাল ও খেসারি ডালের বীজ ও সার প্রদান করে কৃষি বিভাগ।
বুধবার(২৫ অক্টোবর) দুপুরে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজনে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরন করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহার উল আলম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম প্রমূখ৷